বর্তমানে এন্ড্রয়েড মোবাইল আমাদের নিত্য জীবনের একটি অবিচ্ছেদ্য
অংশ হয়ে দাড়িয়েছে। কারন এর রয়েছে আকর্ষনীয় সব ফিচার সেই সাথে রয়েছে আগনিত সব
দরকারি এপস। দিন দিন এন্ড্রয়েড ফোনের জনপ্রিয়তা আরো বাড়ছে।
এই এন্ড্রয়েড ফোন
ব্যবহার করতে গেলে আমরা কিছু সমস্যার সম্মুখিন হই। তার মধ্যে একটি এবং অনেক
গুরুত্বপূর্ন একটি সমস্যা হল গুগল প্লে ষ্টোর বা জি মেইলে লগ ইন সমস্যা। এই
সমস্যাটা সাধারনত হয় ফোন রিসেট দেওয়ার পর পুনরায় লগ ইন করার সময়। এক্ষেত্রে লগ ইন
করতে গেলে বিভিন্ন প্রকার Error মেসেজ দেখায়। এই সমস্যা
সমাধানের জন্য রয়েছে বিভিন্ন সমাধান। কিন্তু এক্ষেত্রে সব গুলো পদ্ধতি কাজ করেনা। সে ক্ষেত্রে আপনি যদি এক জন রুটেড ইউজার
হোন তাহলে আপনার জন্য খুবই সহজ এবং ১০০% কার্যকরী একটি পদ্ধতি হল hosts ফাইল ডিলিট করা। এর জন্য রুট এক্সেস
করতে পারে এ রকম একটি ফাইল ম্যনেজার লাগবে। এ রকম অনেক ফাইল ম্যনেজার রয়েছে যেমনঃ root
explorer, root file manager, ES file explorer, X-ploreetc ইত্যাদি। তো আজকে আমি X-plore ব্যবহার করব। এর জন্য নিচের ধাপ গুলি
অনুসরন করুন
- আপনার লাগবে একটি Rooted ফোন
- প্রথমে X-plore এখান থেকে ডাউনলোড করুন
- এবার X-plore ইন্সটল করুন
- X-plore ফাইল ম্যনেজার ওপেন করুন
- Root এ ক্লিক করুন
- etc-> /system/etc তে ক্লিক করুন
- hosts ফাইল ডিলিট করুন(কোন মেসেজ অথবা রুট পারমিট চাইলে OK করুন)
- X-plore ফাইল ম্যনেজার ক্লোজ করুন
- ফোনটি Restart করুন
- এবার প্লে ষ্টোরে কোন সমস্যা ছাড়াই লগ ইন করুন।
আল্লাহ
হাফেজ।