Friday, August 7, 2015

আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে ঘরে বসেই বিভিন্ন পদ্ধতিতে যেমন এসএমএস এবং অনলাইনের মাধ্যমে HSC, Alim এবং Tecnical পরিক্ষার ফলাফল দেখতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।




 ফলাফল দেখার সাধারনত তিনটি পদ্ধতি রয়েছে। যেমনঃ
১. অনলাইনে
২. এস এস এম এর মাধ্যমে
৩. ইমেইলের মাধ্যমে

এর মধ্যে উপরের পদ্ধতি দুইটিই ব্যবহৃত হয়।
  
অনলাইন পদ্ধতিঃ
নিচে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফলাফল জেনে নিনঃ
এস এম এস পদ্ধতিঃ


HSC রেজাল্ট পেতে মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
HSC<>বোর্ডের নামে প্রথম তিন অক্ষর<>রোল নাম্বার<>সাল (এখানে <> দিয়ে একটি স্পেস বুঝানো হয়েছে)
এবার পাঠিয়ে দিন 16222 নাম্বারে
উদাহরণঃ HSC DHA 279586 2015
এবার পাঠিয়ে দিন 16222 নাম্বারে

আলিম রেজাল্ট পেতে মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
ALIM<>MAD<>রোল নাম্বার<>সাল (এখানে <> দিয়ে একটি স্পেস বুঝানো হয়েছে)
এবার পাঠিয়ে দিন 16222 নাম্বারে
উদাহরণঃ ALIM MAD 279586 2015
এবার পাঠিয়ে দিন 16222 নাম্বারে

Technical রেজাল্ট পেতে মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
HSC<>TEC<>রোল নাম্বার<>সাল (এখানে <> দিয়ে একটি স্পেস বুঝানো হয়েছে)
এবার পাঠিয়ে দিন 16222 নাম্বারে
উদাহরণঃ HSC TEC 279586 2015
এবার পাঠিয়ে দিন 16222 নাম্বারে

Tagged: , ,