Saturday, December 12, 2015


এন্ড্রয়েড ললিপপ এন্ড্রয়েডের একটি নতুন ভার্সন। এর রয়েছে নিত্য নতুন সব ফিচার। নতুন সব ফিচারের সাথে এর কিছু সমস্যাও রয়েছে। এসব সমস্যার মধ্যে অন্যতম হল  Call not sent limit exceeded সমস্যা।

Friday, December 11, 2015



গুগল একটি আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান যারা ইন্টারনেট সম্পর্কিত বিভিন্ন প্রকার সেবা দিয়ে থাকে। গুগলের বিভিন্ন উল্লেখযোগ্য সেবাসমুহ হলঃ Gmail, Google Search, BlogSpot, Google Trends, Google Adsense, Android, Google Play Store, Google Calendar, Picasa ইত্যাদি। তবে গুগলের মুল সেবা হলঃ Search Engine. আমরা গুগলকে সাধারনত ইন্টারনেটে কোন তথ্য খোজার কাজে ব্যবহার করি।

Saturday, December 5, 2015

থানকুনি আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। এর ল্যাটিন নাম সেন্টালা আকিয়াটিকা। থানকুনি পাতা দেশের সর্বত্র পাওয়া যায়। রোগ চিকিৎসার অঙ্গনে থানকুনি পাতার অবদান অপরিসীম।

Friday, November 27, 2015

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমরাজানি যে, গুগল একটি আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান যারা ইন্টারনেট সম্পর্কিত বিভিন্ন সেবা দিয়ে থাকে। গুগলের বিভিন্ন উল্লেখযোগ্য সেবাসমুহ হলঃ Google Search, Gmail, BlogSpot, Google Adsense, Android Operating System, Google Play Store, Picasa ইত্যাদি।

Friday, September 4, 2015



বর্তমানে এন্ড্রয়েড মোবাইল আমাদের নিত্য জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে। কারন এর রয়েছে আকর্ষনীয় সব ফিচার সেই সাথে রয়েছে আগনিত সব দরকারি এপস। দিন দিন এন্ড্রয়েড ফোনের জনপ্রিয়তা আরো বাড়ছে।