Thursday, August 13, 2015

আমরাজানি এন্ড্রয়েড গেমস বা এপস এর সম্পুর্ন মজা নিতে হলে ডলার বা কয়েন লাগে, যা কিনতে প্রয়োজন ক্রেডিট কার্ড। কিন্তু আমাদের দেশে টাকা দিয়ে কয়েন কেনার সামর্থ ও সুযোগ কয় জনের আছে? তাহলে উপায়? উপায় তো অবশ্যই আছে।







তাহলে চলুন এখন দেখি আমরা কিভাবে ডলারওয়ালা আইটেম ফ্রী তে কিনব বা ব্যবহার করব।

 ১। এই কাজটি করতে হলে আপনার এন্ড্রয়েড ফোনটি অবশ্যই রুট করা থাকতে হবে। ধরে নিলাম আপনার ফোনটি রুট করা আছে।

২। এখান থেকে ফ্রীডম এপটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।

৩। এরপর ফোন এর নেট কানেকশন চালু করুন।

৪। এপটি ওপেন করুন, রুট পারমিশন চাইবে। পারমিশন "Grant" করুন।

৫। অপেন হলে আপনার ফোনে ইন্সটলকৃত এপগুলি ফ্রীডম শো করবে।



৬। যে এপ বা গেমের কয়েন বা ডলার হ্যাক করতে সেটি সিলেক্ট করুন। একটু ওয়েট করুন ওপেন হবে।

৭। এরপর ওই গেমের বা এপের ডলার বা কয়েন যেখান থেকে কিনতে হয় সেখানে যান।

৮। কেনার জন্য ওকে করুন। দেখবেন এপের আইটেম এর দাম দেখাবে। BUY তে টাচ করুন।

৯। ব্যস, পারচেস সাকসেসফুল দেখাবে।

১০। এই বার ইচ্ছেমত কয়েন, ডলার বা অস্ত্র কিনুন। আর উপভোগ করুন পুরো মজা।

আল্লাহ হাফেজ।।।

Tagged: , ,