Thursday, August 13, 2015

ভুমিকাঃ

আমি নিজেও একজন কোরিয়ান S-2 ব্যবহারকারী। কোরিয়ান S-2 এর অনেক সীমাবদ্ধতা রয়েছে, যেমন:

১. এস এম এস না যাওয়া
২. USSD ডায়ালিং না হওয়া
৩. ব্যালেন্স দেখতে না পারা
৪. এস এম এস ১৬০ অক্ষরের কম হওয়া
৫. বাংলা ফন্ট না দেখা যাওয়া।

ইত্যাদি সহ আরো অনেক সমস্যা। তো এসব সমস্যা থেকে উত্তরনের একমাত্র উপায় I9100 তে কনভার্ট করা। আমি নিজেও এ পদ্ধতিতে সফল হয়েছি। তো চলুন দেখা যাক কিভাবে কি করতে হবে।

প্রয়োজনীয় উপকরণ:

১. একটি কম্পিউটার
২. S-2 এর ড্রাইভার।
৩. I9100 রম। ডাউনলোড এখান থেকে।
৪. I9100 PIT ফাইল। ডাউনলোড এখান থেকে
৫. Odin সফটওয়্যার। ডাউনলোড এখান থেকে

কার্যপদ্ধতি:

১. কাজ শুরু করার আগে আপনার ফোনটি ফুল চার্জ করে নিন
২. S-2 এর ড্রাইভার ইনস্টল করুন
৩. প্রথমে Odin কে Run as Administrator হিসাবে চালু করুন।

৪. এখন আপনার ফোনকে বন্ধ করে Volume (-), Home এবং Power Button এক সাথে চেপে ধরে ডাউন লোড মোডে চালু করুন।

৫. আপনার ফোনটিকে Odin Direct করতে পারলে ID:COM এর নিচে হলুদ কালার হবে


৬. এখন PIT Button এ ক্লিক করে আপনার ডাউনলোড কৃত PIT File টি দেখিয়ে দিন। মনে রাখবেন এই ফাইলটির Extension হবে .pit, ডাউনলোড কৃত ফাইলটি Zip or RAR হলে Unzip করে .pit File টি বের করুন।


৭. এবার PDA Button এ ক্লিক করে আপনার ডাউনলোড কৃত .md5 এক্সটেনশনের (এটি I9100 ফোনের রম) ফাইলটি দেখিয়ে দিন। মনে রাখবেন এই ফাইলটির Extension হবে .md5, ডাউনলোড কৃত ফাইলটি Zip or RAR হলে Unzip করে .md5 File টি বের করুন। 

৮.  এবার Re-Partition, Auto Reboot এবং  F. Reset Time (Optional) কে টিক চিহ্ন দিন।

৯. এবার আল্লাহ্‌র নাম নিয়ে Start Button এ ক্লিক করুন। ৪ থেকে ৫ মিনিট সময় লাগবে। Complete হওয়ার পর সেট একাই Restart নিবে। আশা করি প্রথম বারেই সফল হবেন, কারন আমি প্রথম বারেই সফল হয়েছি। আর প্রথম বার না হলে সেট Restart দিয়ে আবার চেষ্টা করুন, ইনশাল্লাহ সফল হবেন। তবে সেটের কিছু হলে আমাকে দোষ দিতে পারবেননা। 

আজ এ পর্যন্তই, আল্লাহ্‌ হাফেজ।

Tagged: ,