Thursday, August 13, 2015

ভুমিকাঃ
আমরা অনেকে এন্ড্রয়েড ফোনের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ি। তার ফল স্বরুপ রাতের বেলায় দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করা হয়। কিন্তু রাতের অন্ধকারে ফোনের ডিসপ্লের স্বাভাবিক আলো বেশ বিরক্তিকর এবং চোখের জন্য ক্ষতিকরও বটে। সে জন্য আমরা অনেকে ইন্টারনেট ব্রাউজার গুলোতে নাইট মোড (Night Mode) ব্যবহার করি। এতে করে ব্রাঊজার গুলোতে আরামে কাজ করা যায়। তাছাড়া সব ব্রাঊজারে এ সুবিধা নাই।

তাহলে উপায়। উপায় তো অবশ্যই আছে। আপনার টোটাল ফোনের জন্যও রয়েছে Night Mode সুবিধা। তো এপসটি ডাউনলোড করে নিন নিচ থেকে। আর রক্ষা করুন আপনার চোখকে।

বিস্তারিতঃ
ডাউনলোড করুন এখান থেকে

এখন ইন্সটল করুন

এবার ওপেন করুন, নিচের মত পেজ আসবে


এবার Start এ ক্লিক করুন আর Brightness Level Adjust করুন, নিচের মত আলো কমে যাবে।


এবার Enjoy করুন।

বিশেষ দ্রষ্টব্যঃ এপসটি চালু থাকা অবস্থায় কোন এপস ইন্সটল করা যায়না। অর্থাৎ Install Button কাজ করেনা, সেক্ষেত্রে Stop করে ইন্সটল করুন। অতঃপর আবার Start করুন। উল্লেখ্য, এই সমস্যাটি আরো অনেক এপসএর ক্ষেত্রেই হয়ে থাকে।

আল্লাহ্‌ হাফেজ।

Tagged: ,